বনফুলসমাজ কল্যানমূলক প্রতিষ্ঠানে
ন্ম্নিলিখিত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
প্যারামেডিক : ১ জন (মহিলা), কমপক্ষে S.S.C ও
FWV/Medical Assistant/Diploma in Nursing
প্রশিক্ষণ প্রাপ্ত ।
বেতন : শিক্ষানবীস কালীন সময় ( ৩ মাস) ১০,৫০০/-।
শিক্ষানবীসকালীন সময়ের পর হতে (১ বছর) ১৪,৭০০/-।
বোনাস বাৎসরিক ২টি ও অন্যান্য সুবিধা রয়েছে।
জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত
যোগ্যতা সনদ,চাকুরী ছাড়পত্র (প্রযোজ্য হলে)
জাতীয়তার সনদ পত্র সত্যায়িত ফটোকপি সহ
পদের নাম উল্লেখ করে নির্বাহী পরিচালক বরাবরে
স্ব-হস্তে লিখিত আবেদনপত্র আগামী ০৩/১০/১৮ইং
তারিখের মধ্যে বনফুল সমাজ কল্যানমূলক প্রতিষ্ঠান,
জঋঐ হোসনেয়ারা, ফ্ল্যাট নং-১ই, মোহাম্মদপুর,
চট্টগ্রাম-৪২১২, ঠিকানায় প্রেরনের অনুরোধ করা যাচ্ছে।